চট্টগ্রাম রেলস্টেশনকে ভিক্ষুক-হকার মুক্ত ঘোষণা

চট্টগ্রাম রেলস্টেশন। ফাইল ছবি

চট্টগ্রাম রেলস্টেশনকে ভিক্ষুক, হকার ও হিজড়া মুক্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনারোধ ও যাত্রী হয়রানি বন্ধে রেললাইনে বসে আড্ডা দেওয়া, মোবাইল ফোনে কথা বলে রেল লাইনে চলাচলরোধে জনসচেতনতা তৈরি করতে মাসব্যাপি নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ।  উদ্যোগটি সফল হলে রেল ষ্টেশন এলাকায় ছিনতায়, পকেটমার, মলমপার্টির অপতৎপরতা কমবে।

শনিবার (১৩ মে) স্টেশনের যাত্রী সচেতনতামূলক এক আলোচনা সভায় চট্টগ্রাম রেল ষ্টেশনকে ভিক্ষুক,হকার ও হিজড়া মুক্ত এলাকা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম শহিদুল ইসলাম।

তিনি জানান, স্টেশনের এলাকায় অবৈধ অবস্থান কিংবা অযথা আসা-যাওয়া করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ হকার, ভিক্ষুক এবং হিজড়াদের প্রাথমিক পর্যায়ে আটক করে সর্তক করাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  পরবর্তীতে তাদের পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্লাটফরম এলাকায় মাদকাসক্ত ব্যক্তি পেলেই আটক করা হচ্ছে। এভাবে যাত্রী সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে এখন রেল ষ্টেশন এলাকায় ছিনতায়, পকেটমার, মলমপার্টির অপতৎপরতা কমেছে।

শেয়ার করুন