ঢাকা: যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিতে পারে বলে দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।
প্রতিরোধব্যবস্থা দুর্বল, এমন ব্যক্তিদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ফাইজার ও মডার্নার টিকা দুই ডোজের; এ দুটি টিকার ক্ষেত্রে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা বলছেন, টিকা নেওয়ার পরও অনেকে এখনো ঝুঁকিপূর্ণ। দিন দিন বিষয়টি পরিষ্কার হচ্ছে।
এফডিএর একজন মুখপাত্র জানান, তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গবেষণা চলছে। এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) টিকা নিয়ে বিভিন্ন দিক গবেষণা করছে। শুক্রবার সিডিসির টিকাবিষয়ক উপদেষ্টারা এ নিয়ে একটি বৈঠকে বসবেন।