করোনা: চট্টগ্রামে মৃত্যু ৫, উপজেলায় সংক্রমণ বেশি

চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ৩৩৩টি নমুনা পরীক্ষায় ৪৬৬ জনের নমুনায় করোনার সংক্রমণ পা্ওয়া গেছে। একই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।

শনাক্তের দিক খেকে উপজেলার বাসিন্দা বেশি। মারা যা্ওয়াদের মধ্যে নগরের ৩ জন এবং বাকীরা উপজেলার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৬ জনে। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নয়াবাংলাকে বলেন, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ২৯৭ জন মহানগর এলাকায় এবং ১৬৯ জন উপজেলার বাসিন্দা। এর মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ২২ জন, রাউজানে ৫০ জন, ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ৪১ জন, সীতাকুণ্ডে ৮ জন, মিরসরাইয়ে ২ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি) ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের নমুনায় করোনা ধরণ পাওয়া গেছে।

বিআইটিআইডি ল্যাবে ৯৩২টি নমুনা পরীক্ষায় ৭৭ জন ও চমেক ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

অপরদিকে, সিভাসু ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৭০ জন, ইম্পেরিয়াল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরন ল্যাবে ২৪৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনার মধ্যে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯টি নমুনার মধ্যে ১১ জন এবং এপিক হেলথ কেয়ারে ১১৫টি নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ৩৪টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

শেয়ার করুন