সিনোফার্ম টিকার সুখবর, সোমবার থেকে ১ম ডোজ

সিনোফার্ম টিকার সুখবর, সোমবার থেকে ১ম ডোজ।
সিনোফার্ম টিকার সুখবর, সোমবার থেকে ১ম ডোজ।

চট্টগ্রাম: টিকা প্রাপ্তি সাপেক্ষে সোমবার (১৬ আগস্ট) থেকে সিনোফার্মের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বর্তমানে মহানগর ও উপজেলা পর্যায়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ দেওয়া হচ্ছে।

জানা গেছে, সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনধারীরা ১ম ডোজ হিসেবে উপজেলার মতো সিনোফার্মের টিকা পাবেন মহানগরেও। যদিও ১ম ডোজ হিসেবে মডার্নার টিকাদান বন্ধ রয়েছে। মজুদ শেষ হওয়ায় মডার্নার ২য় ডোজও মিলছে না মহানগরের কেন্দ্রগুলোতে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, টিকা পাওয়া গেলে মহানগরে মডার্নার টিকা ২য় ডোজ এবং সিনোফার্মের টিকা ১ম ডোজ দেওয়া হবে।

চসিক স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরে ২ লাখ ৪০ হাজার মানুষ মডার্নার ১ম ডোজ পেয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, টিকার পরবর্তী চালান এলে সোমবার (১৬ আগস্ট) থেকে মডার্নার ২য় ডোজ দেওয়া হবে।

শেয়ার করুন