
চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশের সদস্যরা। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলীর ইছানগর-বাংলাবাজার নদীপথে জাহাজের রশির সঙ্গে আটকে যাত্রীবাহী নৌকা ডুবে সাজ্জাদ হোসেন (৪৭) নিখোঁজ ছিলেন।
শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার মরদেহ ভেসে ওঠে। তিনি আনোয়ারার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।
শনিবার (১৪ আগস্ট) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী।