
চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২৮ জন। একই দিনে নতুন শনাক্ত হয়েছে ২৩০ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এদিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২ জন এবং উপজেলা এলাকায় ৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করে ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।