হাটহাজারীতে শুরু হয়েছে মশক নিধন কর্মসূচী

চট্টগ্রাম : একদিকে করোনা ভাইরাসের ভয়াল থাবা অন্যদিকে বিরাজ করছে ডেঙ্গু রোগের ভয়। বেড়েছে মশার উপদ্রব। আর মশা নিধনে ফগার মেশিনের পাশাপাশি ছিটানো হচ্ছে কীটনাশক স্প্রে। হাটহাজারীতে শুরু হয়েছে মশা নিধন কর্মসূচী।

সোমবার (১৬ আগস্ট) পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার এ কর্মসূচীর উদ্বোধন করেন।

জানা গেছে, শুধু মশা নয় মশার ডিম ধ্বংস করতেও ফগার মেশিনের পাশাপাশি স্প্রে করা হচ্ছে বিষাক্ত কীটনাশক।

পৌরসভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, উপজেলার আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলে। নালা-নর্দমা, জমে থাকা পানি, বাগানসহ বিভিন্ন স্থানে মশা নিধন অভিযান চলে।

উদ্বোধনে পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, সচিব বিপ্লব চন্দ্র মূহুরী, মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।