দেশে করোনায় মৃত্যু ১৭২, শনাক্ত কমেছে

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং ৭৮ জন নারী। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৭১৯ জনে দাঁড়াল।

এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ২১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। এখন পর্যন্ত ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ শনাক্তের হার ১৭ শতাংশে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

শেয়ার করুন