চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি, পার্সোনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরিদর্শক মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। আগামী ২৫ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় আগামী ২৬ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।