জুনায়েদ বাবুনগরীর ইন্তেকাল, রাত ১১টায় জানাযা

আল্লামা জুনায়েদ বাবুনগরী

হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী দারুল উলিম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর বেসরকাররি সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন।

দীর্ঘদিন যাবৎ কিডনী, ডায়বেটিকস, হাই প্রেশারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি।

সকাল ১১টায় শারীরিক অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আল্লামা বাবুনগরী ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বাবুনগর এলাকার মৃত আল্লামা আবুল হাসানের পুত্র।

রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় জানাযা শেষে সেখানেই দাফন করা হবে বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে।

আল্লামা বাবুনগরী প্রাথমিক শিক্ষা অর্জন করেন নিজ এলাকা আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায়।

এরপর তিনি মাধ্যমিক স্তর থেকে শুরু করে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায়।

তারপর পাকিস্তানের দারুল উলূম আল্লামা বিন্নুরি টাউন মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে হাদীসের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশে প্রত্যাবর্তন করেন।

এরপর দেশে ফিরে আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মুহাদ্দিস পদে শিক্ষকতায় যোগদান করেন।

২০০৫ সালে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করেন।

২০১৭ সালে তিনি এই প্রতিষ্ঠানের শায়খুল হাদীস পদে পদোন্নতি পান। অত:পর ২০২০ ইং সালের সেপ্টেম্বরে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.) এর ইন্তেকালের পর তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব পদে নিয়োগপ্রাপ্ত হন।

২০১৩ সালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিবের দায়িত্বপান।

পরবর্তীতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.)এর ইন্তেকালের পর ২০২০ সালের নভেম্বরের ১৫ তারিখ হেফাজত আমীর পদে মনোনীত হন।

শেয়ার করুন