দলীয় শৃংখলা ভঙ্গ
চট্টগ্রামে বিএনপি’র দুই প্রভাবশালী নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।  এখন থেকে তারা দলের কোন সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবে না।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে দলের সহ-দফতরের দায়িত্বে থাকা বেলাল আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

আরো দুই শীর্ষ নেতাকে সতর্ক করেছে দলীয় হাইকমান্ড। সোমবার ঢাকায় দলের চেয়ারপার্সন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকশেষে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দলের শীর্ষ নেতৃত্বের আশাবাদ, আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি পূর্ণ শক্তি ও সামর্থ্য নিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হবে এবং দলীয় এসব কোন্দলও থাকবে না।

জানা গেছে, সোমবার (১৬ মে) রাতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। উপস্থিত নেতাদের কাছে সেখানকার কর্মিসভা পণ্ডের কারণ জানতে চান। ওই বৈঠকে চট্টগ্রামের নেতারা একে অপরকে দায়ী করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন উপস্থিত নেতাদের ভর্ৎসনা করেন। দায়ী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চট্টগ্রাম উত্তর বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান ও দক্ষিণের সাধারণ সম্পাদক সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলকে বহিষ্কার ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে এ কর্মিসভা সফল করতে ব্যর্থ হওয়ায় সতর্ক করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে।

সোমবারের বৈঠকে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দলের শৃঙ্খলা বা সাংগঠনিক কার্যক্রমে কেউ যদি ক্ষতি করে তাহলে কোনো ছাড় পাবে না, সে যত বড় নেতাই হোক।  চেয়ারপারসন এমন বার্তাটিই দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মো. শাহজাহান বলেন, কেন্দ্র ঘোষিত কর্মিসভায় যারা বিশৃঙ্খলা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। এ কারণে হয়ত ৪-৫টি জেলায় সামান্য ঘটনা ঘটেছে। সর্বশেষ রাজশাহী জেলা ও মহানগরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও শেষপর্যন্ত ভালোভাবে কর্মিসভা সম্পন্ন হয়েছে। তবে কোথাও যদি কর্মিসভা পণ্ডের জন্য দলের নেতারা দায়ী বলে প্রমাণিত হন, সেক্ষেত্রে জড়িত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানায়, সরকারের ফাঁদে পা দিয়ে দলে বিশৃংখলা সৃষ্টি করছে-ইতিমধ্যে যাদের এমন ভূমিকা প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে যারা সরকারের এসব ফাঁদে পা দেবেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ও কঠিন ব্যবস্থা নেয়া হবে। মোদ্দাকথা- এদের দল থেকে বের করে দেয়া হবে। জানা গেছে, হাইকমান্ডের সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হতে শুরু করেছে। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভা পণ্ডের সঙ্গে সরাসরি জড়িত স্থানীয় দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার ও কেন্দ্রীয় বিএনপির এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছে। একই সঙ্গে বিরাজমান দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হওয়ায় সতর্ক করার নির্দেশ দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে। সোমবার রাতে সিনিয়র নেতা ও চট্টগ্রাম জেলা নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর হাইকমান্ড এমন সিদ্ধান্ত নেয়। শিগগিরই চিঠি দিয়ে তাদের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। সূত্র জানায়, কোন্দল এবং সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে সোমবার রাতে চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ কয়েক নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে দলে শৃঙ্খলা ফেরাতে কাউকে কোনো ছাড় না দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। হাইকমান্ডের এমন কঠোর বার্তা আনুষ্ঠানিকভাবে সব স্তরের নেতাদের জানিয়ে দেয়া হচ্ছে।

পাশাপাশি যেসব জেলায় কর্মিসভায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বা যেখানে কোন্দল চরম আকার ধারণ করেছে- ওই জেলা নেতাদের তলব করা হচ্ছে ঢাকায়।

শেয়ার করুন