হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে এস এম আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক নারকেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেলষ্টেশনস্থ একটি ছোট কালভার্টের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ঐ এলাকার মোমেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন মিস্ত্রির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি। মুঠোফোনটিও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে যেকোনো সময় কেউ খুন করে লাশটি ফেলে যায়।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।

লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক পাঠানো হবে বলে জানান, উদ্ধারকারী এস আই ফয়সাল।

শেয়ার করুন