বান্দরবান (চট্টগ্রাম): ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বান্দরবানে এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করেছে বান্দরবান পৌর আওয়ামী লীগ।
২১ আগস্ট (শনিবার) দুপুরে বান্দরবান পৌর আওয়ামী লীগ এর আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে দুই হাজার গরীব ও অসহায় ব্যক্তিদের হাতে রান্না করা এই খাবার বিতরণ করা হয়। জেলা সদরের এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনরা লাইনে দাঁড়িয়ে এই খাবার গ্রহণ করে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,মোঃ মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।