বান্দরবান : সদর উপজেলায় নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
মঙ্গলবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক সদর থেকে ৬ কিলোমিটার দূরে হাংসামা পাড়ায় নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন।
জনপ্রতিনিধি, এলাকার ব্যক্তিবর্গদের সাথে নবগঠিত ইউনিয়নের বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। আলোচনা শেষে জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের স্থান ও সীমানা নির্ধারন, ভোটার তালিকা হালনাগাদ করণ, পরিসংখ্যান বুরোতে কোড এন্ট্রির মাধ্যমে জন্মনিবন্ধন ও অন্যান্য কর্যক্রম চালু করা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ে গেজেট পাশ করাসহ ইউনিয়ন হিসাবে অন্তর্ভুক্তি নিশ্চিত করার কাজ সম্পাদনের আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি এলাকার জনসাধারণ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বান্দরবান সদর ইউনিয়নের ৩টি, রাজবিলা ইউনিয়নের ৪ টি ও তারাছা ইউনিয়নের ১টি ওয়ার্ড নিয়ে নতুন জামছড়ি ইউনিয়ন গঠন করা হয় ২০২০ সালের ১৮ নভেম্বর।