আকাশের পাহাড়সম দুঃখ!

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : চার দশক আগেকার কথা। খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া পুকুর পাড় এলাকার জীবন জ্যোতি রোয়াজা আর ব্রজবালা রোয়াজা’র ঘরে ভূমিষ্ট হয় ফুটফুটে পুত্র সন্তান। নাম রাখা হয় আকাশ। তখনও মা-বাবা জানতেন না তাদের আদরের শিশুপুত্র দৃষ্টিহীন। জানলেন আরও অনেক অনেক পরে। বহু ওঝা, কবিরাজ, বৈদ্য আর ডাক্তারের কাছে ধরণা দিয়েও কোনো লাভ হয়নি তাতে। আকাশের আর কখনোই আকাশ দেখা হয়ে ওঠেনি। জন্ম থেকেই অন্ধ আকাশ রোয়াজা।

পাঁচ ভাই আর এক বোনের মধ্যে আকাশ সর্বকনিষ্ঠ। একেতো দৃষ্টিহীন তার ওপর অভাব-অনটন, এই দুয়ে মিলে আর পড়াশুনাটাও করা হয়নি তার। তবে নিজ গুনে আর আগ্রহে রপ্ত করে নিয়েছে বাঁশি বাজানো। যেমন ভালো বাজায়, তেমনি ভালো গায়কি আকাশের।

২০০৭ সালে ২৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে আকাশ। ইতোমধ্যে দুই কন্যা সন্তানের পিতাও হয়েছে সে। বড় মেয়ে তৃপ্তিময়ী রোয়াজা পঞ্চম আর ছোটো কন্যা দেবশ্রী এবার দ্বিতীয় শ্রেনী থেকে অটোপাস করেছে। আর এই গল্পটায় সবচে আবেদনময়ী চরিত্রটার নাম সগনা লহ্মী ত্রিপুরা। উনি আকাশ রোয়াজা’র প্রিয় সহধর্মীনি। দৃষ্টিতে দেখবার সামর্থ্য না থাকলেও যিনি আকাশকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়ে রেখেছেন কিংবা এগিয়ে নিয়ে যাচ্ছেন ভবিতব্য গন্তব্যের দিকে।

আকাশদের প্রতিবেশী অনিতা ত্রিপুরা বলেন, ‘নামের মতোই লহ্মী আকাশের স্ত্রী। স্ত্রী হিসেবে সে যতোটা সংসারি, তেমনই একজন ভালো মা আর গুনবতী পুত্রবধূ সে।’

আকাশ রোয়াজা জানায়, রোজকার ভোরের আলো ফুটতেই শুরু হয় আকাশের স্ত্রীর সংগ্রাম। প্রথমে ঘর হতে দূরে যেতে হয় খাবার পানির জন্য। তারপর ঘরের রান্না-বান্নাটাও একা হাতে সামলান তিনি। রান্না-বান্না শেষে মেয়েদের স্কুলের যাওয়ার জন্য প্রস্তুত করতে হতো। যদিও করোনাকালীন সময়টায় মেয়েদের স্কুল বন্ধ বলে আপাতত এই একটা কাজ কমেছে সগনা লহ্মীর।

এরপর সাংসারিক ব্যস্ততা মিটিয়ে শুরু হয় আরেক ব্যস্ততা। এবার তিনি বেরিয়ে পড়েন কাজের খোঁজে। কখনো খেত-খামারে কাজ করেন, অন্যের জমিতে ধান লাগান, কখনো মাড়াই করেন, এইসব। যখন যে কাজ দেয় মানুষ, দিনমজুরী করতে তাতেই লেগে পড়েন তিনি। আর

এসব কাজের বিনিময়ে দিন শেষে কেবল শ’দুয়েক মজুরী পান। এই ২’শ টাকাতেই পাঁচ সদস্যের সংসারের আহার আর মেয়েদের পড়াশুনার খরচ মেটান তিনি। আকাশ যে চোখে দেখতে পায় না, সেজন্য তার যতোটা না দুঃখ হয় তারচে বেশী দুঃখ পায় প্রিয়তমা স্ত্রীর এমন নিরন্তর সংগ্রামের কথা ভেবে। জীবনযুদ্ধে স্ত্রীর সাথে অংশীদার হতে না পারায় বুকভরা আক্ষেপ আকাশের। নিত্যই আফসোসের প্রচন্ডতায় দগ্ধ হয় সে। আর ওদিকে দিন-রাত সমানতালে হাড়ভাঙা খাটুনিতেও কোন আক্ষেপ নেই আকাশের স্ত্রীর। উল্টো মৃদু হেসে তিনি বলেন, ‘স্বামীর জন্য করতে পারাটাও অনেক সৌভাগ্যের। সবাই এমন সৌভাগ্য নিয়ে দুনিয়ায় আসেন না।’

আরেক প্রতিবেশী সদানন্দ ত্রিপুরা বলেন, ‘এতোসবের পরেও ভিক্ষাবৃত্তিতে জড়ায়নি আকাশ। প্রতিবন্ধী ভাতা ব্যতীত আর কোনো সরকারি সহায়তাও কখনো জোটেনি এই জন্মান্ধের ভাগ্যে।’

ছবির ঘরটিতেই মা, স্ত্রী আর দুই কন্যাকে নিয়ে থাকে আকাশ রোয়াজা। আকাশের স্ত্রী সগনা লহ্মী ত্রিপুরার আপাতত দুশ্চিন্তা হলো মেয়েদের স্কুল খুললে ড্রেস, বই আর যাবতীয় খরচ কী করে মেটাবেন সেটাই। কারো অনুগ্রহ হলে সহায়তার হাত বাড়ানোর আর্তি তাদের। আকাশ রোয়াজার মুঠোফোন নাম্বার- ০১৫৮৫৪৬৮৭৬২।