চট্টগ্রামে করোনায় মুত্যু কমলেও আক্রান্ত বেড়েছে

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমেছে।গত একদিনে এই মহামারী রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে একই দিনে নতুন শনাক্ত হয়েছেন আরও ২০৬ জন। এর মধ্যে নগরের ১২১ জন, বিভিন্ন উপজেলার ৮৫ জন।

এখন পর্যন্ত নগরে ৬৮৮ জন ও উপজেলায় ৫৩৯ জন মিলে মোট ১ হাজার ২২৭ জন মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবারের (৩১ আগস্ট) পরিসংখ্যান সূত্রের তথ্যমতে, নগর ও ১৪ উপজেলার ১ হাজার ৫৮৩ নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত (পজেটিভ) হয়েছে।

নগরে ৭২ হাজার ২২৮ এবং উপজেলায় ২৭ হাজার ১১৩ জন মিলে মোট ৯৯ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

আক্রান্তদের মধ্যে হাটহাজারী উপজেলার ১৬, লোহাগাড়ার ১২, রাউজানের ১১, সীতাকুণ্ডের ১০, রাঙ্গুনিয়ার ৯, ফটিকছড়ির ৯, সাতকানিয়ার ৭, মিরসরাইয়ের ৭, বোয়ালখালীর ২ এবং আনোয়ারা ও সন্দ্বীপের ১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭, বিআইটিআইডিতে ৫৬৭, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০৪, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৭, ইমপেরিয়াল হাসপাতালে ৭২, শেভরনে ৩১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১ ও ইপিক হেলথ কেয়ারে ৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন