পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হাটহাজারীতে

ছবি : প্রতীকী

চট্টগ্রাম (হাটহাজারী) : পাগলা কুকুরের কামড়ে ১৬ ব্যক্তি আহত হয়েছে। আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্হানীয় একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেল থেকে রাত আনুমানিক সাড়ে আটটা পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে হঠাৎ ছুটে এসে রাস্তা ঘাটে যেখানে যাকে পেয়েছে কামড়াতে শুরু করে। এভাবে দক্ষিণ দিক থেকে লোকজনকে কামড়িয়ে পাগলা কুকুরটি উত্তর দিকে ছুটে যায়। কুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত হয়।

আহতরা হলেন মুক্ত আচার্য(১৮). নিশু আক্তার(১১), হারুন (৬০), নাদিয়া সৈয়দ(১২), সীমা আক্তার (১১), আনিছা(৬), এহসান(১৪), মো.মামুন(৩০), মো.মাসুম(৮), তানবীর(৭), মোহসনা(৪৪), আবদুল হামিদ(৬), সুমাইয়া আক্তার(৩), মারুফ হোসেন(৮), সালমা(১৫), জয়নাল আবেদীন (২৫)।

আহতদের প্রত্যেকের বাড়ি চারিয়া এবং মির্জাপুর গ্রামের সীমান্ত এলাকায়।

আরো পড়ুন : ইসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক যথাক্রমে আশরাফুর রহমান, ডা. তৃষা দাশ গুপ্ত ও জরুরী বিভাগের মেডিকেল অফিসার বাহাউদ্দিন সাবিত বিষয়টি রাতে গণমাধ্যমকে নিশ্চিত করে কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

শেয়ার করুন