
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : স্থায়ীত্বশীল উন্নয়ননের জন্য সংগঠন ইপসা ও ফেডারেশন অব ডিপিও সীতাকুণ্ডের আয়োজনে এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন ও ডিআরএফ এর সহযোগিতায় Dissemination of national action plan on Disability বিষয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা একে এম মুফিজুরর রহমান মিলায়নতনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশন অব ডিপিও সীতাকুণ্ডের সভাপতি মো. নুরনবী।
অনুষ্ঠান সঞ্চলনা ও কর্মশালার কী-নোট উপস্থাপনা করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ।
আরো পড়ুন : পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হাটহাজারীতে
আলোচনায় প্রথান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিবন্ধী কর্মসূচীর ফোকাল ভাস্কর ভট্টাচার্য।
কর্মশালায় ন্যাশনাল এ্যকাশন প্ল্যান অন ডিজএ্যবিলিটি বিষয়ের উপর আলোচনা করেন ইপসার সীতাকুণ্ডের এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম, ইপসার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হেনা সজিব, ফেডারেশন অব ডিপিওর সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক জায়নাল আবেদিন, ইপসার প্রোগ্রাম অফিসার সুমন হোসেন, সাংবাদিক হাকিম মোল্লা সহ ডিপিও’র সদস্যরা।
সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার অন্তত ২০টি প্রতিবন্ধী সংগঠনের ৩০ জন সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।