বেড়েছে শনাক্ত ও মৃত্যু 

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩৪৩৬ জন। মৃত্যুর দিক থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে। অপরদিকে মোট আক্রান্ত ১৫ লাখ সাত হাজার ১১৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ, যা গতকাল ছিল ১০ দশমিক ১১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩০ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের সাত জন, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের তিন জন করে এবং সিলেট বিভাগের রয়েছেন ১০ জন।

শেয়ার করুন