
হাটহাজারী উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা আক্তারু উননেছা শিউলী এবং নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মাসুম এর সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের পৃথক পৃথক মত বিনময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপজেলার সার্বিক বিষয় নিয়ে দুই কর্মকর্তার সাথে আলোচনা করেন।

দুই কর্মকর্তাকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। কর্মকর্তাদ্বয় ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী ও প্রেস ক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সহযোগীতা কামনা করেন।
এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া, মোহাম্মদ হোসেন, হোসেন মোহাম্মদ মনসুর আলী, আসলাম পারভেজ ও খোরশেদ আলম শিমুল। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম।