বহদ্দারহাটের ‘আতঙ্ক’ কায়সার অবশেষে গ্রেফতার

কায়সার মাহিদ

চট্টগ্রাম : অবশেষে বহদ্দারহাট এলাকা আতঙ্ক কায়সার মাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ থানায় দায়ের করা বহাদ্দারহাটের এক নারীর শ্লীলতাহানি ও ছিনতাই মামলায় সোমবার (১৩ সেপ্টেম্বর) বহু মামলার আসামি কায়সার হামিদকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

কায়সার হামিদকে আটকের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, কায়সার হামিদের বিরুদ্ধে গতকাল করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন : বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোয়ালখালী পৌরসভার মেয়র

স্থানীয়রা জানায় কায়সার ও তার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী জোর করে এক নারিকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারির মা বাঁচানোর চেষ্টা করলে কায়সার ছুরি দিয়ে তার ডান হাতের আঙ্গুল রক্তাক্ত করে। এসময় ওই নারির গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় কায়সার।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী ওই নারি বাদি হয়ে পাঁচলাইশ থানায় কায়সার হামিদকে প্রধান আসামি করে মো. সাব্বির, মো. জসিম, নাছির, নাজিম, মহিনসহ ৬ জনের নামে মামলা করেন।

শেয়ার করুন