ব্যাংকের শতকোটি টাকা আত্মসাৎ : ১০ বছর পর গ্রেফতার হায়দার

হোসাইন হায়দার আলী

চট্টগ্রাম : বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক থেকে অন্তত একশ কোটি টাকা ঋণ নিয়েছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী হোসাইন হায়দার আলী। সেই ঋণের টাকা পরিশোধ না করে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি দেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিলাসবহুল বাড়ি বানিয়ে সপরিবারে বসবাস শুরু করেন। আত্মগোপনে ছিলেন প্রায় ১০ বছর। এবার শেষ রক্ষা হলো না। অবশেষে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে তাকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হোসাইন হায়দার আলী (৫০) চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার জুবিলী রোডের মেসার্স জুবলী ট্রেডার্সের মালিক। বাসা ছিল নগরীর কোতোয়ালী থানার লাভ লেইনের আবেদিন কলোনিতে।

আরো পড়ুন : আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া বন্দরে

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘যমুনা ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেন হায়দার আলী। ঋণ পরিশোধ না করায় আদালতে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে অন্তঃত ১০টি মামলা হয়। এসব মামলায় কারাদণ্ডের পাশাপাশি ১০০ কোটি টাকা অর্থদণ্ড দেন আদালত। আসামি পলাতক ছিলেন।

ওসি বলেন, ‘আমরা তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। একপর্যায়ে আমরা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় হায়দার ও তার পরিবারের অবস্থান শনাক্ত করি। সেখান থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- তিনি ঋণের টাকা আত্মসাতের জন্য চট্টগ্রাম থেকে ১০ বছর আগে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় বিলাসবহুল বাড়ি বানিয়ে দিব্যি বসবাস করে আসছিলেন। কোনোদিন আদালতে হাজিরাও দেননি। তার অনুপস্থিতিতেই কমপক্ষে ১০টি মামলার বিচারকাজ শেষ হয়, বলেন ওসি নেজাম।

আসামি হোসাইন হায়দার আলীকে শনিবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি নেজাম উদ্দীন জানিয়েছেন।

শেয়ার করুন