
চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) মো. ওয়াহিদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৯ আগস্ট আগ্রাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুই দিন চমেকে চিকিৎসাধীন থাকার পর গত ২০ আগস্ট বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আজগর আলী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
আরো পড়ুন : মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৬
মৃত মো. ওয়াহিদুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী সেতু সেনজুতি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক। ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলেন।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফায়সাল ইকবাল চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।