[caption id="attachment_77255" align="aligncenter" width="1365"]
প্রধানমন্ত্রীর জন্মদিন : বান্দরবানে অসহায়দের মাঝে খাবার বিতরণ[/caption]
বান্দরবান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি।
এসময় ৫শতাধিক গরীব ও অসহায় ব্যক্তিদের রান্না করা খিচুরির প্যাকেট বিতরণ করেন পার্বত্যমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা।
আরো পড়ুন : কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন পাহাড়ি অনাথ শিশুদের
আরো পড়ুন : বন্দর নগরীতে চলছে স্বতঃস্ফূর্ত টিকা কার্যক্রম, রয়েছে অভিযোগও
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনী সুশীলসহ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসুচী পালন করছে আওয়ামীলীগ ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত