নয়াবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার পাথরঘাটার তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন-পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, বুধবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
লাশগুলো উদ্ধারের পর যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে