
মিরসরাই (চট্টগ্রাম): আগুনে পুড়ে গেছে বসত ঘর। ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের
জাফর আহমেদ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে জাফর আহমেদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানে জাফর আহমেদের ৬রুম বিশিষ্ট একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরো পড়ুন : বহুরূপী সেই নারি প্রতারক অবশেষে কারাগারে
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটাস্থলে দ্রুত পৌঁছে গেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।