
চট্টগ্রাম : মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাদিয়াকে আমরা হারিয়েছি। এই মৃত্যু একটি হত্যাকান্ডের মতো হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে
নালা-নর্দমা সংস্কার কাজে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা এখানে জোরজবরদস্তি করে চট্টগ্রামের শাসক করছে তথাকথিত মেয়র, মন্ত্রী-এমপি হয়েও তারা চট্টগ্রামকে একটি যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত করেছে। কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্নীতি। আওয়ামী লীগের কথিত উন্নয়নে মানুষ আজ অতিষ্ঠ।
ভোট ডাকাতির সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নেই।আমরা দেখেছি গত দুই মাস আগেও মুরাদপুরে উম্মক্ত ড্রেনে পড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে অথচ এখনো ওই ব্যক্তি মৃতদেহটিও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি! এর দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা উন্নয়ন কর্তৃপক্ষ সি.ডি.এ এড়াতে পারে না। তারপরেও সিটি কর্পোরেশন কেন নালা- নর্দমা সংস্কার ব্যবস্থা গ্রহণ করেনি? নিজেদের ব্যর্থতা ঢাকতে সিটি কর্পোরেশন দোষ দেয় সিডিএকে, সিডিএ দোষ দেয় সিটি করপোরেশনকে।
আরো পড়ুন : বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল : পার্বত্যমন্ত্রী
আরো পড়ুন : ‘পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল’ প্রকল্পের সভা
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) খোলা নালায় পড়ে কলেজ ছাত্রী মেহরিন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসায় গেলে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, এ মৃত্যুর দায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিতে হবে। অনতিবিলম্বে যারা তথাকথিত রাস্তা-ঘাটের দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নের নামে রাস্তা-ঘাটেকে মৃত্যুকূপে পরিণত করেছে এবং যারা এই কাজে জড়িত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, সাদিয়া, সালেহ আহমেদের মৃত্যুর দায় কার? কাদের অবহেলার কারণে আজ অকালে ঝরে পড়েছে এসব প্রাণ? এর জবাব সরকারকে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাশেম, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ।