চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা-কাপ্তাই রাস্তার শেখ রাসেল অ্যাভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েরছ। এতে রতন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রতন দাস (৫০) চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া আরও তিন জনকে আহত অবস্থায় পাওয়া যায়।

শেয়ার করুন