[caption id="attachment_77724" align="aligncenter" width="720"]
নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার[/caption]
চট্টগ্রাম : সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
মঙ্গলবার (১২ অক্টোবর) সিএমপি কমিশনার জেএমসেন হল পূজা মন্ডপ ও রাজাপুকুর লেইন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি উপস্থিত জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ডপে আগত দর্শনার্থীদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও মিস্টি প্রদান করেন।
আরো পড়ুন : মহামায়ার সৌন্দর্য্যে মুগ্ধ মালদ্বীপের হাইকমিশনার
আরো পড়ুন : হাটহাজারীতে আবারও বেদখল সওজের জায়গা
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সার্বক্ষণিক নিরাপত্তা মূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোষাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
[caption id="attachment_77723" align="aligncenter" width="720"] নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার[/caption]
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরবর্তীকালীন সময়ে পূজা উদযাপনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। পুলিশ কমিশনার শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগরীর পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত