চট্টগ্রামে স্বামী-স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আটক ১

ঘটনাস্থলে উৎসুক মানুষ

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের নতুন বাজার এলাকায় স্বামী, স্ত্রী ও সন্তানকে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারনা, সম্পত্তির বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, স্থানীয় মুদি দোকানদার মোস্তাফা, তার স্ত্রী মারজানা বেগম ও মেজ ছেলে আহমেদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে উৎসুক মানুষ

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি জানান, একই বসতঘরে পরিবারের সবাই শুয়েছিলেন। দুর্বৃত্তরা মোস্তাফা, তার স্ত্রী ও মেজ ছেলেকে হত্যা করলেও বড় ছেলে ও ছেলেবউ অক্ষত আছেন। বিষয়টি রহস্যজনক।

ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে বলেও জানান ওসি।