প্রায় ১৭ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রায় ১৭ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) : প্রায় ১৭ লাখ টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। আটক ওসমান সরোয়ার(২৩) উখিয়া উপজেলার ১নং বালুখালী শরণার্থী ক্যাম্পের এফসিএন-১৩৩৬৯৪,ব্লক-বি/১৭ ক্যাম্প নং-৮ এর হেড মাঝি সোনা আলীর অধীনস্থ আবুল মন্ঞ্জুরের ছেলে। তিনি ওই মরননেশার বড়ি ইয়াবাগুলি পাচার করছিলেন।

আরো পড়ুন : মিরসরাইয়ে ৩ খুনের ঘটনায় পুত্রবধুসহ বড় ছেলে পুলিশ হেফাজতে

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) বিকেলে পরিচালিত এ অভিযানে ৫ হাজার ৫শ’ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের (থানা) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আল্ আমিনসহ নায়েক নাজমুল হোসেন, সবুজ মিয়া, শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ টেকনাফ-উখিয়া সড়কের টিভি টাওয়ারের বিপরীতে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে বেতবুনিয় বাজারে টহলরত পুলিশ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৫ হাজার ৫শ’ ৫০পিস ইয়াবাসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

পুলিশ জানায় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৬৫ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে।