বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার করছে জি বাংলা

ছবি প্রতীকী

বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার শুরু করছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে রাজধানীবাসী এ চ্যানেল দেখতে পাবেন। আর পর্যায়ক্রমে দেখা যাবে সারাদেশে।

জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছে। বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোয়াব সভাপতি।

আরো পড়ুন : রাউজানের ১১৪ জন গ্রাম পুলিশ-দফাদার পেল নতুন বাই সাইকেল

গত ১ অক্টোবর বিজ্ঞাপন দেখায় এমন বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আর ওই দিনই সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় অপারেটর ও পরিবেশকরা।

শেয়ার করুন