চট্টগ্রামে হঠাৎ বিস্ফোরণ—৩ দগ্ধের ১জন মারা গেছে

ছবি প্রতীকী

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছরা এলাকার একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অন্তত ৭০ভাগ দগ্ধ হয়েছে আরো দুজন। তাদের অবস্থাও আশংকাজনক। ফায়ার সার্ভিস কর্মীদের ধারনা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

রোববার (১৭ অক্টোবর) সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে ঘরে থাকা দুজন এবং ঘরের বাইরে দিয়ে হেঁটে যাওয়া এক শিশু দুর্ঘটনার শিকার হন। এলাকাবাসী দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন : শিশুকে যৌন নিপীড়ন, মহিলাদের পিটুনিতে গুরুতর আহত সেই যুবক
আরো পড়ুন : কাপ্তাইয়ে ইউপি আওয়ামী লীগ সভাপতি গুলিতে নিহত

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই জনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোখলেসুর রহমান জানান, বিস্ফোরণে ভবনের নিচতলার একটি ঘরের একপাশের দেয়াল ধসে পড়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করছে। তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

এদিকে গ্যাস সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা কবির হোসেন। যদিও ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডারের কোনো আলামত পাওয়া যায়নি।

শেয়ার করুন