আটক ইকবাল প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানাবে পুলিশ

আটক ইকবাল হোসেন

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার সঙ্গে জড়িত সন্দেহে কক্সবাজারে আটক ইকবাল হোসেনকে বহনকারী মাইক্রোবাসটি কুমিল্লায় পৌঁছেছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাইক্রোবাসটি শুক্রবার (২২ অক্টােবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা পুলিশ লাইনে পৌঁছায়। ইকবালকে আপাতত সেখানেই রাখা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, বিকেলে সংবাদ সম্মেলনে ইকবালের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এখন তাকে জিজ্ঞাসাবাস করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে কুমিল্লায় রওনা দেয় পুলিশ। পুলিশ বহরের নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

আরো পড়ুন : হাটহাজারীতে মন্দির ভাংচুর : মিরসরাইয় জামাত নেতা গ্রেপ্তার
আরো পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি : নিহত ৭

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ইকবাল হোসেন মাদকাসক্ত ব্যক্তি। তার পরিবারের দাবি, অতিরিক্ত মাদক সেবনের কারণে ইকবাল কিছুটা মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন