খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এক সপ্তাহের মাথায় ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে রাতে জানানো হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। তাই তাকে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের কেবিনে থাকবেন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

আরো পড়ুন : সীতাকুণ্ডে নৌকার ৩ মাঝির বিপুল ভোটে জয়

সম্প্রতি কয়েক দফায় বিএনপিপ্রধানকে হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ ২৬ দিন একই হাসপাতালে চিকিৎসাশেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেন তিনি। গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এর মধ্যে ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। এর পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ছিলেন তিনি।

খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

শেয়ার করুন