অবকাঠামো উন্নয়নে ৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার

মিরসরাইয়ে সড়ক উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান

মিরসরাই (চট্টগ্রাম) : ‘মিরসরাইয়ের রাস্তাঘাট, পুল-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরে ৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এখানকার একটি সড়কও উন্নয়ন ছাড়া থাকবে না।’

বুধবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নে শহীদ নুরুল হুদা সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন।

ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৮ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় উদ্বোধন পূর্ববর্তী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এনামুল হক, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ হোসেন আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ সুমন ও সদস্য মো. মিনাহি।

উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ডের সদস্য নওশের, বর্তমান নির্বাচিত সদস্য আলহাজ¦ আবুল কাশেম প্রমুখ।

উদ্বোধনকালে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাকী নিজামী।

মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, শহীদ নুরুল হুদা সড়কের জন্য মোট ৫৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ১০ ফুট প্রস্থ এবং ১৯০০ ফুট দৈর্ঘ্যের এ সড়ক আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে।