[caption id="attachment_78415" align="aligncenter" width="720"]
নিহত আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়বী[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামিক ফ্রন্ট নেতা সিরাজ উদ্দীন তৈয়বী(৬০) ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব।
শনিবার দিবাগত রাতে উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরা পাড়া নামক জায়গায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ইউপির মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ নূর গত শনিবার যথারীতি তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেন। তাঁর প্রচারনায় ইসলামিক ফ্রন্ট নেতা এবং হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়বও অংশ গ্রহণ করেন। নির্বাচনী প্রচারনার এক পর্যায়ে রাতে বক্তব্য রাখার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে আমান বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার রাতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার (২১ নভেম্বর) চিকনদন্ডী ইউনিয়নের দরবেশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় মরহুমের জানাজাশেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
আরো পড়ুন : দেড় যুগের বিশ্বস্ত দারোয়ানের ছুরিকাঘাতে রক্তাক্ত ভবন মালিক
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত