মেট্রোপলিটন চেম্বারের ৩০ টাকায় চাল ৫৫টাকায় চিনি বিক্রয় কার্যক্রম শুরু

ভুর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট খলিলুর রহমান। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : পুরো রমজানজুড়ে ভর্তুকি মূল্যে চাল চিনি তেল বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। যেখানে সাধারণ মানুষ ৩০ টাকা কেজিতে চাল, চিনি কেজি ৫৫ টাকা এবং ভোজ্য তেল প্রতি বোতল (২ লিটার) ১৮০ টাকা দরে ক্রয় করতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

রমজানের প্রথম দিন রবিবার (২৮ মে) সকাল ১১টায় অক্সিজেনস্থ কেডিএস গার্মেন্টস্ এর সম্মুখে গরীব ও দুস্থ মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিক্রয় কার্যক্রম  উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট খলিলুর রহমান।  উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট এ.এম. মাহবুব চৌধুরী, পরিচালক মো: আমিনুজ্জামান ভূঁইয়া, জসিম উদ্দিন চৌধুরীসহ মেট্রোপলিটন চেম্বারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ।

খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, সিএমসিসিআই তার প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র রমজানে গরীব জনগনের মাঝে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ভর্তুকি মুল্যে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে।  ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।

শেয়ার করুন