নগরীতে সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে

সরকারি-সাপ্তাহিক ছুটিতে হাফ ভাড়া নয়

চট্টগ্রাম : আগামী ১১ ডিসেম্বর থেকে নগরীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-চট্টগ্রাম। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটিতে হাফ ভাড়ার সুবিধা পাবে না কোন শিক্ষার্থী।

রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের যেসব শহরে সিটি সার্ভিস রয়েছে, সেখানে হাফ ভাড়া প্রযোজ্য হবে। হাফ ভাড়ায় শিক্ষার্থীর ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, আন্তঃজেলায় হবে না। যেখানে সিটি বাস চালু আছে সেখানে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আরো পড়ুন : বিদ্যুৎ বিভ্রাট আনোয়ারার ৫ পরীক্ষা কেন্দ্রে
আরো পড়ুন : মিরসরাইয়ে ৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়রসহ সভাপতি কফিল উদ্দিন আহামদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-ঢাকার যুগ্ন-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, মো. শাহজাহান মিজানুর রহমান, আহসান উল্যাহ চৌধুরী হাসান, শহিদুল ইসলাম সুমু, অলি আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন