ছিন্নমূল নেতা ২৭ মামলার আসামী মশিউর অস্ত্রসহ গ্রেফতার

ছিন্নমূল নেতা ২৭ মামলার আসামী মশিউর অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যূ অন্তত ২৭ মামলার আসামী কাজী মশিউর রহমান (৬০)কে আটক করেছে র‍্যাব-৭। এসময় তার কাছ থেকে ওয়ান শুটার, বিদেশী পিস্তল এলজিসহ ৫টি অস্ত্র ও গুলি কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (৫ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। সোমবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ডিএডি জহিরুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসী কাজী মশিউরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটকের পর অস্ত্রসহ তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র আইনে মামলা করা হবে।

আরো পড়ুন : বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষার কোন বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী
আরো পড়ুন : র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ২জন নিহত চকরিয়ায়

এর আগে গতকাল (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোডের ৪নং ব্রীজের নীচ থেকে মশিউরকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।