বর্ণিল আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বর্ণিল আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

কক্সবাজার : ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার মহেশখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন : ইভেলী কাণ্ড : গ্রেফতার হতে পারেন তাহসান মিথিলা ও শবনম
আরো পড়ুন : মালয়েশিয়ায় কর্মী নিয়োগ চুক্তি ১৯ ডিসেম্বর

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস, কৃষি অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মোঃআব্দুল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা এবাদুল করিম বাদল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, পৌর কাউন্সিলর প্রনব কুমার দে, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানশেষে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাঈমা সোলতানা উর্মি।