বাংলাদেশ রুদ্রপাল সমিতির কেন্দ্রীয় নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর শ্রী অর্ধেন্দু বিকাশ রুদ্র

বাংলাদেশ রুদ্রপাল সমিতির কেন্দ্রীয় নির্বাচনী সম্মেলন-২০১৭ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৬ মে) স্থানীয় জে.এম.সেন হলে সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর শ্রী অর্ধেন্দু বিকাশ রুদ্র মহোদয়ের সভাতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্রী দেবদাস ভট্টচার্য্য মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, সুনীল চন্দ্র পাল (কুমিল্লা), অধ্যাপক সুনীল চন্দ্র পাল (শরিয়তপুর), ডাঃ রাজমোহন পাল (কুমিল্লা), প্রকৌশলী পরিমল চন্দ্র পাল (লক্ষীপুর), নারায়ন চন্দ্র রুদ্রপাল (লক্ষীপুর), হারাধন চন্দ্র পাল (ফেণী), মহাসচিব মিলন কান্তি রুদ্র প্রমুখ।

সাংগঠনিক সচিব আশীষ কুমার রুদ্র ও ডাঃ শিমুল রুদ্র এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সিএমপি এর অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য মহোদয়। নির্বাচনী সম্মেলনে অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রকে চেয়ারম্যান, মিলন কান্তি রুদ্রকে মহাসচিব, আশীষ কুমার রুদ্রকে সাংগঠনিক সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম-উত্তর, চট্টগ্রাম-দক্ষিণ, কক্সবাজার, ফেণী, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর সিলেট জেলা কমিটি গঠিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

শেয়ার করুন