রাষ্ট্রীয় মর্যদায় শায়িত বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন খান

চট্টগ্রাম : পূর্ব মাদারবাড়ীর বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন খান রবিবার (২৮ মে) বেলা ১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……. রাজেউন)। রাত সাড়ে ১১টায় কামাল গেইট জামে নুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজাশেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান । মরহুমের জানাজায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহম্মদ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, সাবেক ডবল মুরিং থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা  মো: শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাফেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুরহুম সেকান্দর হায়াত খান এর নেতৃতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দ মুরাদের নেতৃত্বে পুলিশের প্রশাসনের পক্ষে হাবিলদার বিন্দু বড়ুয়া গার্ড অব অনার প্রদান করেন এই বীর মুক্তিযোদ্ধাকে।

শেয়ার করুন