ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পটিয়ায় দুই ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইনী।
তিনি বলেন, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটারা কেন্দ্র ও ৮ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা কেন্দ্র এবং জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে পাঠানো ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনে ছনহরা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ৫ হাজার ৯৮৪ জন।
এছাড়া জিরি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৮১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৯০ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৬২৭ জন।
চতুর্থ দফা ইউপি নির্বাচনে চট্টগ্রামে ২৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নয়াবাংলা/এইচএম