ভূজপুরে স্মরণসভায়-অধ্যক্ষ তৈয়ব আলী
ইসলামের দর্শন সমুন্নত করেন আল্লামা ফজলুল হক ইসলামাবাদী

ভূজপুরে উপাধ্যক্ষ আল্লামা মুফতি ফজলুল হক ইসলামাবাদী স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্ট্রগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেছেন_‌’সুন্নী উলামা মাশায়েখগণ আমাদের দ্বীনি চেতনার প্রতীক। দ্বীন ও সুন্নিয়তের দর্শনে জনসাধারনকে উজ্জ্বীবিত করতে অবিস্মরনীয় অবদান রাখছেন সুন্নী উলামায়ে কেরাম। তেমনি সুন্নীয়তে শাশ্বত দর্শন প্রচারে জীবনভর নিবেদিত প্রাণ ছিলেন উপাধ্যক্ষ আল্লামা ফজলুল হক ইসলামাবাদী। ইসলামের ন্যায়ভিত্তিক গণমুখী দর্শন সমুন্নত করেছেন তিনি।’

শনিবার (২৭ মে) সকালে দাঁতমারা ইউনিয়নের নয়বাদী জামে মসজিদ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশর ভূজপুর থানার সভাপতি ও রাউজান গহিরা এফ কে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি ফজলুল হক ইসলামাবাদীর স্মরণসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাবাদ আহসানুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আল্লামা মুফতী আবদুস সালাম আমীরি (ম:জি:আ:) সভাপতিত্বে এবং আহলে সুন্নাত দাঁতমারা ইউনিয়ন এর সদস্য সচিব হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন এর সঞ্চালনায়  স্মরণ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা আবদুস সবুর নঈমী।

প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্ট্রগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী (ম:জি:আ:)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্ট্রগ্রাম উওর জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসীন হোসাইন হায়দারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভূজপুর থানার সভাপতি মাওলানা কাজী ওসমান গণী হোসাইনী। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা আবদুর রহিম, হাফেজ আবদুল লতিফ চাঁটগামী, অধ্যক্ষ জহরুল ইসলাম হোসাইনী, মাওলানা সিরাজুল ইমলাম গিয়াসী, অধ্যপক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, মাওলানা মুহাম্ম্দ তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, হাফেজ জসিম উদ্দীন রিজভী, মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ নঈম উদ্দীন, ছাত্রসেনা ভূজপুর থানার সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দীকি, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ  শাহেদুল ইসলাম, মুহাম্মদ ফারুক হোসেন, মুহাম্মদ  এরশাদ উল্লাহ, মুহাম্মদ জমিরুল হাসান, মুহাম্মদ শাহ আলম কাদেরী, মুহাম্মদ ফজল করিম, মুহাম্মদ ইউনুস রেজা, মুহাম্মদ বাহাউদ্দীন, মুহাম্মদ সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, উপাধ্যক্ষ আল্লামা মুফতি ফজলুল হক ইসলামাবাদী গত ১১ মে রাউজান গহিরা এফ.কে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদানকালে ইন্তেকাল করেন। তিনি ফটিকছড়ি উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন এবং  ২০০১ সালে ফটিকছড়ি ২নং সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতী প্রতীক নিয়ে সংসদ সদস্য মনোনীত প্রার্থী ছিলেন।

শেয়ার করুন