সীতাকুণ্ডে হরি বিলাস দে স্যারের লেখা ‘পৃথিবী একটি রঙ্গমঞ্চ’র মোড়ক উন্মোচন

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্গীয় হরি বিলাস দে স্যারের লিখা “পৃথিবী একটি রঙ্গমঞ্চ ” এর মোড়ক উন্মোচন করছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লেখক সাহিত্যিক নজির আহমদ স্যার।

হাকিম মোল্লা : সীতাকুণ্ড সিসিসি উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষক স্বর্গীয় হরি বিলাস দে স্যারের লিখা কাব্য গ্রন্থ “পৃথিবী একটি রঙ্গমঞ্চ ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৩১ ডিসেম্বর সীতাকুণ্ড জেলা পরিষদ লাইব্রেরি হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠক  নাহিদ চৌধুরীর  সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার,লেখক সাহিত্যিক বাবু দেবাশীষ ভট্টাচার্য।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লেখক সাহিত্যিক জনাব নজির আহমদ স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, শিক্ষক স্বর্গীয় হরি বিলাস দে স্যারের সহধর্মীণি
সিসিসি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার, ইপসার নির্বাহী সদস্য শাহ সুলতান শামীম।

আরো উপস্থিত ছিলেন, মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ,
এ্যাডভোকেট তৃপ্তি দত্ত ও তরুণ কবি বাসু দেব নাথ।

নয়াবাংলা/ এইচএম

 

শেয়ার করুন