বছরের প্রথম দিন চট্টগ্রাম মহানগরীতে বই উৎসব

নতুন বছরের বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে ছাত্র ছাত্রীরা। ছবিটি নগরের খাস্তগীর সরকারি স্কুল থেকে তোলা। ছবি – মোঃ আব্দুল হান্নান কাজল

বছরের প্রথম দিন চট্টগ্রাম মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় বই উৎসব।

রোববার সকাল থেকে চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।

প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীর হাতে হাতে তুলে দেওয়া হয় নতুন বছরে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে গেছে শিক্ষক ও অভিভাবকদের মনও।

রোববার সকাল ১০টার দিকে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে প্রাথমিকের বই বিতরণে মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

এরপর যথাক্রমে নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আজিজ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

বই উৎসবে চট্টগ্রাম জেলায় প্রাথমিক পর্যায়ে মোট ৫১ লাখ ৯৭ হাজার ২০টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে (মাদ্রাসা শিক্ষাসহ) মোট এক কোটি ৩৪ লাখ ৩০০ নতুন বই দেওয়া হবে বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম।

নয়াবাংলা/এইচএম

 

শেয়ার করুন