সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা

হাকিম মোল্লা : মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উদযাপিত হয়েছে  ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২২’ । দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় সমাজসেবা অধিদফতরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন, সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম।

প্রতিভা’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জয়নব বিবি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো: শাহ আলম,মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার,ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একটি বাড়ি একটি খামার’র অফিসার ফেরদৌসি আক্তার, তথ্য সেবা অফিসার তাহমিনা আক্তার।
দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, ভাতা প্রদান  অনুষ্ঠান ইত্যাদি।

অনুষ্ঠানের সভাপতি শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশের মধ্যে  সাড়ে তিন কোটি মানুষ  ভাতা পাচ্ছেন।  জনসংখ্যার ঘনত্বের তুলনায় নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মতো দেশ ভাতা প্রদানের ক্ষেত্রে আমাদের দেশ থেকে এখনোও পিছিয়ে।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন