জামায়াত-শিবিরের এতো কর্মি গেল কই !’ –ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি দিদার

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সীতাকুণ্ড ছাত্রলীগের আলোচনা সভা আজ মঙ্গলবার সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক  সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলানী।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সীতাকুণ্ড সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

উত্তর জেলা কার্যনির্বাহী সদস্য মহসিন ভুঁইয়া বলেন, আজ আলোচনা সভার অাগে স্রোতের মত ছাত্রলীগের কর্মিদের শোভাযাত্রা দেখে আমার মন ভরে গেছে। লেখাপড়া করে পরিবার, সমাজের শান্তি বজায় রাখতে হবে। যুবতী মেয়ের বিয়ের গল্পের কথা স্মরণ করতে গিয়ে বলেন, তিন শুক্রবার জুমা নামাজ পড়া, অতঃপর রাজার মেয়ে বিয়ে করার কথা ভুলে গিয়ে নামাজ পড়ার যে অাসক্ত সৃষ্টি হয়েছিলো সেই ভাবে ছাত্রলীগের নেতাকর্মিদের ভালো কাজে মনোনিবেশ করতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন, বাবা মাকে সম্মান দেখাতে হবে। সমাজের মুরুব্বীদের সম্মান জানাতে হবে। ছোট বড় সকল ধরনের সহযোগিতায় ঝাপিয়ে পড়তে হবে। যারা এ সম্মান দেখাতে পারবে না তারা ছাত্রলীগের পরিচয় দিতে পারবে না।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, মহান মুক্তিযুদ্ধে ১৭ হাজার নেতাকর্মি যুদ্ধে ঝাপিয়ে পড়ছিল। সীতাকুণ্ডে অগ্নিসন্ত্রাস দমন করতে হবে। পিতা মুজিবের দক্ষ ডেঙ্কার নিয়ে আবার ঝাপিয়ে পড়তে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের অসম্পূর্ণ কমিটি দ্রুত সম্পন্ন করতে হবে। এসময় সীতাকুণ্ড ছাত্রলীগের জন্য যারা মৃত্যু বরণ করেছেন, আত্নত্যাগ করেছেন তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের বলেন, শিহাব জিলানী পরিষদ সবার সেরা পরিষদ। কোভিডের সময় তাদের ভূমিকা ছিলো অগ্রগণ্য। যখনই কোন অনিয়ম, অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই তারা ঝাপিয়ে পড়েছে। তাদেন চেতনা যাতে হারিয়ে না যায় এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক  সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন। যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়, বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয় তারাই আওয়ামী লীগের নেতৃত্ব দেন। এ সময় তিনি দুই এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগের সকল ইউনিটকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। এ সময় নেতৃত্বে নতুর মুখকে দেখাতে হবে। গণতন্ত্রের মূলমন্ত্রকে ধারন করে সীতাকুণ্ডে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০০ আসনের মধ্যে ১৫১টা আসনে নৌকার জয় নিশ্চিত করতে হবে। সীতাকুণ্ডের জামায়াত শিবিরের এতো ছেলে কোথায় গেলো। তারা ঘাপটি মেরে ছাত্রলীগে অনুপ্রবেশ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে হবে। নতুন কমিটিতে যাতে এই ধরনের অনুপ্রবেশ না করে তার জন্য সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতির নিকট বিনীত অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে আরোও উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, জেলা আওয়ামী লীগ নেতা মহসিন জাহাঙ্গীর, গোলাম রব্বানী, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বাঁববাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা সাইদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে নেতাকর্মিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভার শুরুতে এক বিশাল র্যালি বের করে  সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। র্যালিটি সীতাকুণ্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন।

শেয়ার করুন