নাইক্ষ্যংছড়ি’র গহীন পাহাড়ে র‌্যাব এর অভিযান : অস্ত্রসহ আটক ৪ রোহিঙ্গা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে র‌্যাব ১৫ এর অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

৭ জানুয়ারী (শুক্রবার) ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমের একটি পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব ১৫ এর একটি দল। এ সময় ৪জন ব্যক্তি জ¦ালানী কাঠের বোঝা নিয়ে পাহাড়ে চলাচল করার সময় র‌্যাবের সদস্যদের দেখে পালিয়ে যোতে চাইলে র‌্যবের সদস্যরা তাদের আটক করে।
এসময় তল্লাশি করে জ¦ালানী কাঠের বোঝার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি স্টেনগান, ৪টি দেশীয় অস্ত্র এবং ৫টি ম্যাগাজিন,১২ রাউন্ড গুলি এবং ৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাবের সদস্যরা কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো: আমান উল্লাহ (২৩) এবং মো:খাইরুল আমিন (১৯) কে আটক করে।

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক ) ল’এন্ড মিডিয়া মো:আবু সালাম চৌধুরী ঘটনার সত্ব্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে । আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন